দেশে এখন
0

নজরদারিতে আছে রাজধানীর পাইকারি মার্কেটও

রাজধানীর প্রতিটি পাইকারি মার্কেট নজরদারিতে আছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, চলতি রমজানে কেউ চাইলেই দাম বাড়াতে পারবে না।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রমজানে সবকিছুর দাম বৃদ্ধি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'ঢাকার প্রত্যেকটি হোলসেল মার্কেট নজরদারিতে আছে। কেউ চাইলেই দাম বাড়াতে পারবে না।'

সাধারন মানুষের স্বার্থ রক্ষা করাই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, 'বাজার সাধারন মানুষের সাধ্যে আনার জন্য সবরকম চেষ্টা করছে সরকার। কেউ রোজায় কোনো পণ্যের দাম বেশি নিয়ে থাকলে, এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'

সাপ্লাই চেইনটি সঠিকভাবে মনিটরিং করা গেলে পণ্যের দাম কমবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

এসএস