আজ (রোববার, ১৭ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রী সেবার মান বাড়াতে হেল্প ডেস্ক উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগে থেকে বিমানবন্দরে সেবার মান অনেক উন্নত হয়েছে। নাগরিক হিসেবে বিমানবন্দরে সেবা পাওয়া যাত্রীদের অধিকার। এখন আমরা যাত্রীদের হাসিমুখে সেবা দিতে পারছি। হেল্প ডেস্কে প্রবাসীরা সব ধরনের তথ্য সেবা পাবেন।
ব্যাগেজ রুলস নিয়েও কাজ করা হচ্ছে জানিয়ে আবদুর রহমান খান বলেন, আপাতত কিছু সংযোজন বিয়োজনের কাজ চলছে।
এছাড়া স্বর্ণ চোরাচালন বন্ধে কঠোর আইনের পাশাপাশি যেসব ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হয় সেসব এয়ারলাইন্সকেও জবাবদিহিতার আওতায় আনা এবং প্রয়োজনে রুট পারমিট বাতিল করার কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আগামীতে দেশের কর প্রদানের প্রক্রিয়াকে পুরোপুরি অটোমেশনের মধ্যে নিয়ে আসা হবে। আমাদের ই-রিটার্নকে আরো কার্যকর করা হচ্ছে। আমরা সবাইকে ই-রিটার্ন ব্যবহারে উৎসাহিত করছি। আগামী বছর থেকে আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এতে আয়কর রিটার্ন জমা দেয়া আরও সহজ হবে।
এছাড়া সকল করপোরেট ট্যাক্স অনলাইনে দেবার ব্যবস্থা করা হচ্ছে। মূলত কর্মকর্তাদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে এনবিআর বলে জানান তিনি।