দেশে এখন
0

ঈদের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করল রেল কর্তৃপক্ষ

ঈদকে সামনে রেখে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়। ২৪ মার্চ শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি। পুরোটাই হবে অনলাইনে। ঈদ শেষে ঢাকায় ফিরতে অগ্রিম টিকেট মিলবে ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। তবে ১ জন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন।

প্রতিবছর বাড়ি ফেরা মানুষের একটি বড় অংশ পরিবহন করে ট্রেনে। এবার পশ্চিম ও পূর্বাঞ্চলকে দুই ভাগে ভাগ করে অগ্রিম টিকিট বিক্রির কর্মসূচি হাতে নিয়েছে রেল বিভাগ।

রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী জানিয়েছেন, ২৪ মার্চ সকাল ৮টা থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি চলবে। একইদিন দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি চলবে ৭ দিন। যাত্রীদের ভোগান্তি কমাতে এ বছর ৮ জোড়া স্পেশাল ট্রেন চালু করবে মন্ত্রণালয়।

রেল মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর বলেন, প্রতিদিন ৩৩ হাজার ৫০০ মানুষ ট্রেনে ঢাকা ছাড়ার সুযোগ পাবে। প্রয়োজনে বগির সংখ্যা বাড়ানোর কথা ভাবছে মন্ত্রণালয়।

টিকিট কালোবাজারি ঠেকাতে এবার শক্ত অবস্থানে মন্ত্রণালয়। জড়িত থাকার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী মো. জিল্লুল হাকিম।

এবারের ঈদে মোট ২৪৮টি যাত্রীবাহী ট্রেনের ব্যবস্থা করেছে মন্ত্রণালয়। যার মধ্যে পূর্বাঞ্চলে ১৩২টি ও পশ্চিমাঞ্চলে ১১৬টি ট্রেন চলবে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর