রাজনীতি
0

ডিসেম্বরজুড়ে আবারো গ্রাফিতি আঁকা হবে: ইনকিলাব মঞ্চ

শাহবাগে জাগ্রত জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপন করা হবে। এরই সঙ্গে পুরো ডিসেম্বর জুড়ে আবারও গ্রাফিতি আঁকা হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের শ্লোগান মুছে দেয়ার প্রতিবাদে দেশব্যাপী গ্রাফিতি ও স্লোগান পুনর্লিখন কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জানান, সরকার ভিন্ন খাতে নজর দিচ্ছেন। জুলাই বিপ্লবের বিপক্ষে যারা থাকবে আমরা তাদের বিপক্ষে থাকবো। এরই সঙ্গে জুলাই আগস্টের স্মৃতি নিয়ে ভাস্কর্য নির্মাণ করা হবে।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কর্নারের পরিবর্তে বাংলাদেশ কর্নার করা হবে। আর সরকার চাইলে নিজেদের অর্থায়নের জুলাই আগস্টের স্মৃতি ধরে রাখবে ইনকিলাব মঞ্চ।’

সবশেষে আহ্বায়ক বলেন, ‘রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, এটা ষড়যন্ত্র, এতে সরকারের দায় আছে।’

এএম