রমজানে মেট্রোরেলে যেসব পরিবর্তন আনা হয়েছে

দেশে এখন
0

রমজানে মেট্রোরেলের সূচিতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। প্রথম ১৫ দিন স্বাভাবিক সূচীতে চললেও ১৬ রমজান থেকে কিছুটা পরিবর্তিত হবে সূচি।

আজ রোববার (১০ মার্চ) বিকেলে পরীবাগে সাংবাদিকদের এ কথা বলেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

তিনি জানান, রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চালু ও বন্ধের সূচিতে কোনো পরিবর্তন হবে না। তবে ১৬ রমজান থেকে শেষ রমজান পর্যন্ত সময় বাড়বে ১ ঘণ্টা। রাতে এক ঘণ্টা অতিরিক্ত চলবে মেট্রোরেল।

মেট্রোরেলে পানাহার নিষিদ্ধ থাকলেও রোজাদারদের সুবিধা বিবেচনায় ইফতারের সময় ২৫০ মিলিলিটারের পানি বহন করা যাবে। তবে পানি এবং বোতল, নিরাপত্তা ও পরিচ্ছন্নতায় কোন সমস্যা যাতে না করে সে ব্যাপারে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া ঈদের সময় মেট্রোরেল বন্ধ থাকার কথাও জানান এম এ এন ছিদ্দিক। আর রমজানে মেট্রো যাত্রায় জরিমানার সময় সর্বোচ্চ ৬০ মিনিটের জায়গায় ৭৫ মিনিট করা হয়েছে।

রমজানের প্রথম ১৫ দিন প্রতিদিন ১৮৪ বার মেট্রোরেল চলবে। আর ১৬ থেকে শেষ রমজান পর্যন্ত ১৯৪ বার চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মেট্রো'র এমডি জানান, প্রতিদিন গড়ে ২ লাখ ৯০ হাজার ৫০০ জন যাত্রী যাতায়াত করছে। মেট্রোতে ৪ লাখ ২৪ হাজার ৪৭২ জন চলাচল করতে পারবে।

মাসে প্রায় ৩ কোটি টাকা বিদ্যুৎ বিল আসে মেট্রোরেলে। আর যাত্রীদের কাছ থেকে প্রতিদিন দেড় কোটি টাকার কমবেশি আয় হয় বলেও জানান মেট্রো'র এমডি।

এসএসএস