দেশে এখন
0

রমজানের আগেই শুরু ঈদ কেনাকাটা

দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান। মাসব্যাপী সিয়াম-সাধনার পর আসবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দে ভাসতে নতুন পোশাকের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। এদিকে রমজান শুরুর আগেই কেনাকাটা সেরে ফেলছেন অনেকে।

ঈদকে ঘিরে তাই পোশাকের দোকানগুলো সেজেছে নতুন সাজে। গ্রীষ্ম মৌসুমে ঈদ হওয়ায় প্রায় সব দোকানেই প্রাধান্য পেয়েছে সুতি বা লিলেনের আরামদায়ক কাপড়।

ঈদের আরও একমাস বাকি থাকলেও উৎসবের আমেজে এখন থেকেই উচ্ছ্বসিত রাজধানীবাসী। ছোট-বড় সবাই পছন্দের পোশাকটি একটু আগেই নিজের সংগ্রহে রাখতে আগ্রহী।

ক্রেতারা বলেন, ‘ঈদের আগে ভিড় থাকে না, অনেক আরামে কেনাকাটা করা যায়। কিছুদিন পরেই গরম পড়বে। তখন শপিং করা অনেক কষ্টসাধ্য হবে। তাই আগে থেকেই চলে আসলাম।'

চাহিদা অনুযায়ী পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে বিক্রেতারাও নিয়েছেন পূর্ব প্রস্তুতি। ক্রেতার সাধ্য অনুযায়ী পণ্য দিতে পারলে সন্তুষ্ট বিক্রেতা। বলেন, ‘বিভিন্ন দামের পোশাক রয়েছে। সাধ্য অনুযায়ী পোশাক কিনছেন ক্রেতারা। তবে এখনো সব ড্রেস আসে নাই। সামনে আরও আসবে।'

নিউমার্কেট থেকে বসুন্ধরা সিটি সর্বত্রই ক্রেতার ভিড়। কেউ বাজেট ঠিকঠাক করে ইতিমধ্যে পছন্দের পোশাকটি কিনে বাড়ি ফিরছেন, কেউবা দেখে যাচ্ছেন কেমন দামে মিলবে পছন্দের ঈদ পোশাক।

অনেকে আবার কেনাকাটা শুরু করবেন ১০ রোজার পর থেকে। ঈদ যত এগিয়ে আসবে বেচাবিক্রি তত বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।