চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী 'ছোট সাজ্জাদ' ঢাকা থেকে গ্রেপ্তার

.
অপরাধ ও আদালত
0

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশেকে গুলি ছুঁড়ে পালানো এই আসামিকে আজ (শনিবার, ১৫ মার্চ) রাতে বিশেষ অভিযানে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, শনিবার ঢাকা বসুন্ধরা সিটিতে শপিং করতে যায়  সাজ্জাদ। সেখানেই তাকে ধরে ডিবি পুলিশের একটি টিম। তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নেয়ার প্রক্রিয়া চলছে। সাজ্জাদ হোসেন বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও ও হাটহাজারি এলাকায় চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা আছে।

৫ আগস্টের পর তিনটি হত্যা, পুলিশের ওপর একাধিকবার গুলি করে পালিয়ে যাওয়া এবং ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়ে আলোচনায় উঠে আসেন সাজ্জাদ। গত ২৯ জানুয়ারি বায়েজিদ থানার ওসিকে পেটানোর হুমকি দেয়ার পর তাকে ধরতে পুরষ্কার ঘোষণা করে পুলিশ।

আসু