রাজশাহীতে দশ দিনব্যাপী উদ্যোক্তা মেলা

.
দেশে এখন
0

রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে চলছে দশ দিনব্যাপী উদ্যোক্তা মেলা। মেলার স্টলগুলোতে স্থান পেয়েছে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বাহারি সব পণ্য। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে মেলার বেচাকেনা।

ব্লক, বাটিক, হাতে করা নকশা ও সুতার কাজের পোশাক, পাটজাত, মাটি ও বাঁশের তৈরি পণ্য, কাঠের তৈরি বাহারি অলংকারসহ বিভিন্ন পণ্যের পসরা নিয়ে রাজশাহীতে চলছে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা।

এবারের মেলায় রয়েছে মোট ৬০টি স্টল। এর বেশিরভাগ স্টলই নারী উদ্যোক্তাদের। যেখানে ঠাঁই পেয়েছে নিজেদের হাতে তৈরি বাহারি সব পণ্য। আর সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলছে এসব পণ্যের বেচাকেনা। প্রতিদিন একেকটি স্টলে প্রায় ৩ থেকে ৭ হাজার টাকার পণ্য বিক্রি করছেন একেক জন উদ্যোক্তা।

উদ্যোক্তারা বলেন, 'বাঙালী ঐতিহ্যের যেগুলো অংশ সেগুলোকে বাংলার ঘরে ঘরে রাখার প্রয়াস হিসেবে বাঁশের ল্যাম্প চালু করেছি।'

আরেকজন বলেন, '৫০০ থেকে ৫ হাজার টাকার রেন্জের পোডাক্ট আমার কাছে আছে। থ্রি-পিচ, শাড়ী থেকে শুরু করে বিভিন্ন ধরনের।'

মেলার ঘুরতে আসছেন নানা বয়সী মানুষ। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মেলা। বিকেল থেকে বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা। বিভিন্ন স্টল ঘুরে কিনছেন তাদের পছন্দের পণ্য।

দর্শনার্থীরা বলেন, 'অনেক ভালো লাগছে এখানে। নেওয়ার মত অনেক কিছুই আছে।'

আরেকজন বলেন, 'অনেক বেকার মহিলা আছে যারা উদ্যোক্তা হতে পারলে নিজেরা স্বাধীন হতে পারবে।'

উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শনীর মাধ্যমে সরাসরি ক্রেতাদের মন্তব্য জানার সুযোগ পাচ্ছেন। এতে পণ্যের মানোন্নয়ন এবং ব্যবসার প্রসার ঘটাতে পারছেন বলে জানান আয়োজকরা।

রাজশাহীর বিসিক জেলা কার্যালয় উপ-মহাব্যবস্থাপক মো. শামীম হোসেন বলেন, 'বিসিক উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের এবং তাদের প্রতিষ্ঠানকে মানুষের সামনে তুলে পরিচিতি বাড়ানোর জন্যই এই মেলার আয়োজন।’

গত ১লা মার্চ থেকে বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর গ্রিন প্লাজায় আয়োজন করা হয় এই উদ্যোক্তা মেলার। মেলার বাড়তি আকর্ষণ হিসেবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইএ