সর্বসাধারণের জন্য ময়মনসিংহমুখী লেন খুলে দেয়ায় ভোগড়া ও চান্দনা চৌরাস্তার দীর্ঘ যানজট কমেছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ফ্লাইওভারের মাঝে বিশেষায়িত লেনের কাজ এখনও সম্পন্ন হয়নি। তবে রমজানের ঈদের আগেই শুধুমাত্র ফ্লাইওভারের ঢাকামুখী লেন ছাড়া সবক'টি লেন সচল করতে পুরোদমে কাজ চলছে। তাতে ভোগান্তির মাত্রা নেমে আসবে প্রায় শূন্যের কোটায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বলছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিচের অংশের পাশাপাশি ফ্লাইওভারের ওপরেও দায়িত্ব পালন করবেন তারা। এছাড়া আসন্ন ঈদে যাত্রীদের চলাচল নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
জিএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদুল ইসলাম বলেন, 'যে কাজগুলো এখনো শেষ হয়নি সেগুলো দ্রুত শেষ করতে রাত দিন কাজ চলছে। কাজগুলো শেষ হলে আসন্ন ঈদযাত্রায় যাত্রীরা দ্রুত গন্তব্য পৌছাতে পারবে। এইটা তাদের জন্য স্বস্তিদায়ক হবে।'
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, 'ইতিমধ্যে ফ্লাইওভারের নিচের কাজ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুতই কাজ শেষ হয়ে যাবে। এতে অতিশীঘ্রই যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং সহনীয় পর্যায়ে চলে আসবে।'
রাজধানী ঢাকার সাথে গাজীপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ সহজ করতে ২০১২ সালে শুরু হয় বিআরটি'র আওতাধীন প্রকল্পটি। যা পুরোপুরি বাস্তবায়িত হলে যানজট নিরসন হবে বলে প্রত্যাশা সকলের।