অপরাধ ও আদালত
0

গাজীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ওষুধ ব্যবসায়ী নিহত

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাং সদস্যদের হামলায় হাসিবুল ইসলাম (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল (বুধবার, ২ জানুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অন্তর ও রোমান নামে দু'জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় আহত হন নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), শ্যালকের স্ত্রী সালমা আক্তার (২৭), শ্যালক হানিফ (২৯) ও গাড়ি চালক জাহিদুল ইসলাম শিমুল (৩৫)।

নিহত হাসিবুল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করার পাশাপাশি ওষুধের ব্যবসা করতেন।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, 'স্বামী-সন্তান নিয়ে আমি শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় বাবার বাড়িতে বসবাস করি। আমার স্বামী মসজিদ মোড় এলাকায় ফার্মেসি ব্যবসা করেন। বুধবার আমরা ঢাকায় বেড়াতে যাই। রাত ২টার দিকে বেড়ানো শেষে প্রাইভেটকারে শ্রীপুরের বাসার সামনে আসলে গাড়ি থেকে নামামাত্রই ৮ থেকে ১০জন কিশোর আমাদেরকে দেখে হইচই করছে।'

তিনি বলেন, 'এসময় তারা অস্বাভাবিক আচরণ করতে থাকে। একপর্যায়ে আমার স্বামীর সাথে বাকবিতণ্ডায় জড়ালে আমরা পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির ভেতরে চলে যাই। কিন্তু মাদকাসক্ত ওই কিশোররা দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে হাসিবুলকে ইট দিয়ে আঘাত করে চলে যায়। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, 'রাত সোয়া ৩টার দিকে মৃত অবস্থায় হাসিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে দু'জনকে আটক করা হয়েছে। পলাতক প্রধান অভিযুক্ত রুবেলসহ বাকিদের আটকের চেষ্টা চলছে।'

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করবেন বলে জানান তিনি।

এসএস