ধানমন্ডির টুইন পিক ভবনের ১২ রেস্তোরাঁ ও কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা

দেশে এখন
0

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন কিংবা ডিসি অফিসের রেস্টুরেন্টের লাইসেন্স নেই। তবুও ব্যাঙের ছাতার মতো রাজধানী জুড়ে গড়ে উঠেছে রেস্টুরেন্ট।

রাজউকের অভিযানে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা ধানমন্ডির গাউসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্টুরেন্ট সিলগালা করে দেয়া হয়েছে।

সোমবার ( ৪ মার্চ) সকালে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মিত রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়। এছাড়া একই এলাকার কেয়ারি ক্রিসেন্ট প্লাজাও সিলগালা করে দেয়া হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। এদিন বিকালে ওয়ারীর বেশ কয়েকটি রেস্তোরাঁতেও অভিযান চালায় রাজউক।

ধানমন্ডির সুরম্য টুইন পিক ভবনটি আলোচনায় আসে বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর। একটি মাত্র ভবনে অনুমোদনহীন এতো রেস্টুরেন্ট নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। যা ক্ষুব্ধ করেছে খোদ ভবনটির স্থপতিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ক্ষোভ অকপটে তুলে ধরেছিলেন তিনি।

এরই প্রেক্ষিতে অভিযানে নামে রাজউক। সোমবার অভিযানের শুরুটা ভবনের ছাদে নির্মিত রেট্রো রেস্টুরেন্ট থেকে। ছাদের যে অংশ খোলা থাকার কথা, সেই অংশেই ডেভেলপার প্রতিষ্ঠান গাউসিয়া খুলে বসেছে রেস্টুরেন্ট।

ভেঙে ফেলা হচ্ছে ভবনের ছাদে থাকা রেস্টুরেন্টটি। ছবি: এখন টিভি

রাজউকের অঞ্চল–৩–এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, ‘ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এ ক্যাটাগরি অনুযায়ী, ভবনটি অফিস হিসেবে ব্যবহার করার কথা। কিন্তু আমরা পরিদর্শনে এসে মাত্র দুটি ফ্লোরের কিছু অংশ অফিস হিসেবে ব্যবহারের প্রমাণ পেয়েছি। বাকি অংশে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ১২ থেকে ১৫টি রেস্টুরেন্ট ভাড়া দেওয়া হয়েছে। তার সঙ্গে ওষুধ ও কাপড়ের দোকানও পেয়েছি।’

কাঁচঘেরা রেট্রো রেস্টুরেন্টের ভেতরের সাজসজ্জার পুরোটাই গুঁড়িয়ে দিয়েছে রাজউক। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, কোনো নোটিশ না দিয়েই স্থাপনাটি ভাঙা হয়েছে।

এদিকে গাউসিয়া টুইন পিক ভবনে থাকা রেস্টুরেন্ট বন্ধের কথা শুনে ছুটে আসেন জমির মালিক। ভবন ও রেস্টুরেন্টের প্রয়োজনীয় সব অনুমতি রয়েছে বলে দাবি করেন তিনি।

ভবন মালিক বলেন, ‘রাজউকের পারমিশন নিয়েই এটা করা হয়েছে। সমস্ত পেপার আমাদের কাছে আছে। পেপার না থাকলে কী আমরা এটি করতে পারতাম। অথচ ভেঙে ফেলার কোনো নোটিশ আমরা পাইনি।’

রাজউকের অভিযানকারী দল জানিয়েছে, টুইন পিক ভবনের একটি রেস্টুরেন্টেরও অনুমোদন নেই। তাই আইন অনুযায়ী, ব্যবস্থা নেয়া হয়েছে। আর নিয়মিত অভিযানও চলবে।

রাজধানীতে পর্যায়ক্রমে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত সব রেস্টুরেন্টে অভিযান চালানোর কথা জানিয়েছে রাজউক।

ওয়ারীর আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টে অভিযান

এছাড়া রাজধানীর ওয়ারী এলাকায় আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়। এ সময় ওয়ারীর ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট শাখায় অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ওয়ারীতে বিভিন্ন রেস্টুরেন্টে ডিএমপির অভিযান পরিচালিত হয়। অনিয়মের অভিযোগে ১৬ জন‌কে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি।’

তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) ডেমরা এলাকায় এটি পরিচালিত হবে।