পুলিশ জানায়, রোববার ভোররাতে নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা ব্রিজের উত্তর দিকের সড়কে স্কুল ব্যাগে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় ৪ কেজি উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ রাঙ্গালীর বস এলাকার মো. আব্দুল গফুর (৪০), মোহাম্মদ শাহানুর আলম (৪৫) ও মোহাম্মদ খোকন মিয়া (২৭)।
অন্যদিকে শনিবার (২২ মার্চ) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর গ্রামের মাদক কারবারি মো. জয়মুদ্দিন (৬৫) এর বাড়ির আঙ্গিনার মাটির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা দু'টিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে।