অপরাধ ও আদালত
দেশে এখন
0

রাজধানীতে আবাসিক ভবনে রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

বেইলি রোডসহ রাজধানীর আবাসিক স্থাপনায় রেস্টুরেন্টসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রোববার (৩ মার্চ) জনস্বার্থে এই রিটটি করেছেন।

রিটে বেইলি রোডের গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। সেই সাথে এই অগ্নিকাণ্ডে আহত ও নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে গত বৃহস্পতিবার রাতের আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউ ‘শঙ্কামুক্ত’ নন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

আগুনের ভয়াবহতা ও মৃত্যুর পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন শুক্রবার বেইলি রোডে গিয়ে সাংবাদিকদের বলেন, ভবনটিতে কোনো অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না। ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনবার চিঠি দেওয়া হয়েছিল; কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর