বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম সমিতি, ঢাকা'র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
চট্টগ্রামের উন্নয়ন তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য জেলা সমিতিকে প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে।
এ সময় তিনি ২৪ দেশের রাষ্ট্রদূতের চট্টগ্রাম ভ্রমণের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বঙ্গবন্ধু টানেল, মেরিন ড্রাইভ দেখে তাদের মধ্যে যে উত্তেজনা তা চোখেমুখে প্রকাশ পেয়েছে। চট্টগ্রামে খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন আত্মপ্রকাশ করবে বলেও জানান তিনি।
চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শিল্প নগরী হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন,' চট্টগ্রামের মূল শহরে মাটির নিচে মেট্রোরেল করা হবে আর এটি বঙ্গবন্ধু টানেল হয়ে নদীর ওপারে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে সরকার।'
পরে সাংবাদিকদের প্রশ্নে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের মিছিল ও লাঠি চার্জের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'গন্ডগোল সৃষ্টি করতে গণতন্ত্র মঞ্চ মারামারি করেছে। তারা স্পর্শকাতর এলাকায় গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। তখন তারা পুলিশ সদস্যদের ধরে মারধর করে। তখন পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হয়।'
এ সময় তিনি প্রশ্নোত্তরে বলেন, 'বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এমন বক্তব্য ভিত্তিহীন।'