দেশে এখন
0

শোকাবহ পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর আজ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

শোকাবহ পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর আজ রোববার (২৫ ফেব্রুয়ারি)। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের। ১৫ বছর আগে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের এই দিনে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান সামরিক সচিবগণ। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরপর শহীদদের একসঙ্গে শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান। এদিন শ্রদ্ধা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরাও।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রাথমিক বিচার হয়েছে, তবে বড় মামলা হওয়ার কারণে হয়তো দীর্ঘসূত্রতা রয়েছে। তবে চূড়ান্ত রায়ও শিগগিরই হওয়ার আশা তার।

২০০৯ সালের আজকের এ দিনে তৎকালীন বিডিআর সদরদপ্তরে উশৃঙ্খল ও বিপথগামী কিছু বিডিআর সদস্যদের হাতে শহীদ হন বাহিনীর মহাপরিচালক, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন। ওই ঘটনায় দায়ের করা দু'টি মামলা এখনও চলমান।