দেশে এখন
0

মাতৃভাষা দিবস ঘিরে চার স্তরের নিরাপত্তা

ভাষা আন্দোনে শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বর্ণিল আলপনা আঁকার পাশাপাশি নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

কয়েক ঘণ্টা পরেই শহীদ মিনার প্রাঙ্গণে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামবে।

শুধুমাত্র এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভারত থেকে এসেছেন স্বর্ণালি সিনহার পরিবার। জানালেন ভাষার জন্য প্রাণ দেয়া এই শহীদদের প্রতি ভালোবাসা থেকে ওপার বাংলা থেকে ছুটে এসেছেন তারা।

স্বর্ণালি সিনহা বলেন, 'আমার বাবা-মা সবাই এই দেশেরই মানুষ। একটা সময় গোলযোগের কারণে তারা ভারতে চলে যায়। কিন্তু আমাদের তো রক্তের মধ্যে বাংলার প্রতি টান রয়ে গেছে।'

ইতিমধ্যেই আলপনা ও পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করার মাধ্যমে শহীদ মিনার প্রস্তুত করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। পাশাপাশি জোরালো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। বলেন, 'কোন ধরণের নিরাপত্তা ঝুঁকি নেই, সাতটা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে শহীদ মিনারের চারপাশ। আগামীকাল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো।'

মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পরিকল্পনা অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে শাহবাগ, হাইকোর্ট ও নীলক্ষেতসহ শহীদ মিনারের চারপাশের ১৩টি ক্রসিং।

যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্পপথের ব্যবস্থার পাশাপাশি নির্দিষ্ট করে দেয়া হয়েছে পায়ে হাঁটা রাস্তা ও পার্কিংয়ের স্থান।

নিরাপত্তার জন্য ঢাকাসহ সারাদেশে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উল্লেখযোগ্য সংখ্যক র‍্যাব সদস্যও কাজ করবে।

এভিএস