দেশে এখন
0

বাস চাপায় ৭ জন নিহতের ঘটনায় চালক ও সুপারভাইজার আটক

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহতের ঘটনায় বাসের ড্রাইভার সিরাজুল ইসলাম ও সুপারভাইজার জনি মিয়াকে আটক করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব ভৌমিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বন্ধভাটপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া সিরাজুল ও জনিকে আটক করে পুলিশ। সিরাজুল শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার চাঁন মিয়ার ছেলে ও জনি মিয়া শহরের চাপাতলী এলাকার আনিসুর রহমানের ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় শেরপুরের ঝিনাইগাতীর আদিল সরকার নামে একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত হন।

ঘটনার পর কৌশলে পালিয়ে যায় বাসের ড্রাইভার ও সুপারভাইজার।

এসএস