দেশে এখন
0

এখন টিভি'র সহযোগী প্রযোজক ইমরান হোসেন মারা গেছেন

এখন টেলিভিশনের সহযোগী প্রযোজক মো. ইমরান হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

৩৬ বছর বয়সী ইমরান হোসেন দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। গত দুই সপ্তাহ ধরে পিজি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। ইমরান হোসেন স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

ইমরান এখন টেলিভিশন ছাড়াও সময় টেলিভিশন, যমুনা টেলিভিশন ও চ্যানেল টোয়েন্টিফোরে কর্মরত ছিলেন।

এসএসএস