দেশে এখন
0

'মিয়ানমার সীমান্তের উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধান হবে'

আলোচনার মাধ্যমেই মিয়ানমার সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে সেটার সমাধান হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, 'বাংলাদেশ কারও সাথে যুদ্ধে জড়াতে চায় না । সংকট নিরসনে প্রয়োজনে জাতিসংঘের পদক্ষেপ আহ্বান করবে সরকার।'

তিনি আরও বলেন, 'আমরা কারও সাথে যুদ্ধে জড়াতে চাই না। আলাপ আলোচনার মাধ্যমে তাদের আমরা জানাবো। জাতিসংঘ আছে তাদের দৃষ্টি আমরা আকর্ষণ করবো। সবারই একটা ফোরাম আছে, সে ফোরাম হচ্ছে জাতিসংঘ। সেখানে বিষয়টি অবশ্যই আমাদের উদ্বেগের কথা। জাতিসংঘ যখন আছে এখানে তাদেরও ভূমিকা থাকবে।'

এসময় উপজেলা নির্বাচনের কৌশল কী হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত জানাবেন।

এসময় সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ে দলীয় প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। এদিকে সকাল থেকেই সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রতিটি বিভাগের জন্য আলাদা বুথের মাধ্যমে ফরম বিক্রি চলছে। দলীয় নেতাদের বাইরেও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়।

সকাল সাড়ে ১১ টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুথগুলো পরিদর্শন করেন।

এসএস