দেশে এখন
0

আগামী ২-৬ মাসে কোনো রোহিঙ্গা ফেরত পাঠানো সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমারের অস্থিতিশীল অবস্থার কারণে আগামী ২ থেকে ৬ মাসে কোনো রোহিঙ্গা ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপের শেষদিনে এ কথা বলেন তিনি।

একই আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন প্রয়োজন৷ নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন ভূ-রাজনীতি অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

পরিবর্তন হচ্ছে বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশও দাঁড়িয়ে অভূতপূর্ব বাস্তবতায়। এমন অবস্থায় প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ ভূ-রাজনৈতিক স্বার্থ নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজন করে দুই দিনের জাতীয় সংলাপ।

সংলাপের শেষদিনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভারতসহ অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তির চেয়ে বহুপাক্ষিক চুক্তি নেয়া বাংলাদেশের জন্য লাভজনক।’ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘ভারতের সাথে বিগত সরকারের করা গোপন সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করার করতে হবে।’

একই আয়োজনে শনিবার উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সামনে অভ্যন্তরীণ সমস্যার তুলনায় ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ বেশি৷ সংস্কার স্থায়ী করতে নির্বাচনি আইনের পাশাপাশি রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কৃতি পরিবর্তন জরুরি।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ সীমান্তের ওপার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি। রোহিঙ্গাদের প্রকৃত বাসভূমিতে শান্তি না ফেরায় আগামী কয়েক মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে না।’

সংলাপে অংশ নেয়া বক্তারা জানান, সম্প্রতি বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোতে উগ্র জাতীয়তাবাদ বাড়ায় চাপ বাড়ছে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রগুলোর উপর। দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের প্রতি জোর দেন সকলে।

ইএ