দেশে এখন
0

রেলের উন্নয়নে আমিরাতের সহযোগিতা চান রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা চেয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যে সুসম্পর্ক তৈরি করেছিলেন তা আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রেল ভবনে মন্ত্রীর অফিস কক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।

মন্ত্রী বাংলাদেশ রেলওয়ের চলমান প্রকল্পসমূহে সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট প্রদান করে রেলের উন্নয়নে কাজ কাজ করার অনুরোধ জানান।

তিনি বলেন, 'বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সেক্টরের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এবং অপারেশন সেক্টরে সহযোগিতাসহ, বাংলাদেশের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রেলের উন্নয়নের সহযোগিতা করতে পারে সংযুক্ত আরব আমিরাত।'

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মন্ত্রীকে শুভেচ্ছা জানান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর