নদীমাতৃক বাংলাদেশে নৌকা ভ্রমণ বেশ জনপ্রিয় হলেও মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে পানির ওপর ভেসে বেড়ানোর সুযোগ খুব বেশি পান না প্রবাসী বাংলাদেশিরা। তবে শীতকালে এমন আনন্দ ভ্রমণ আয়োজনে সব ব্যবস্থাই রেখেছে দুবাই ধো ক্রুজ। যার মধ্য দিয়ে পানিতে ভাসতে ভাসতে আলো ঝলমলে দুবাই দেখার সুযোগ মিলছে।
শীত মৌসুমে দুবাইয়ের বাণিজ্যিক প্রমোদতরির এই ভ্রমণ আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে বাহারি খাবারের সমাহার, সঙ্গে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। রয়েছে ঐতিহ্যবাহী তনুরা নাচ। একদিকে চাঁদের আলো, অন্যদিকে পানিতে বিলাসবহুল অট্টালিকার প্রতিচ্ছবি মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের।
কয়েকশ বাংলাদেশিকে নিয়ে ধো ক্রুজে আনন্দ ভ্রমণের এই আয়োজন করে আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের একটি সংগঠন। প্রবাসীদের মাঝে দেশীয় ঐতিহ্য ও জাহাজ ভ্রমণের আমেজ উজ্জীবিত রাখতেই এই আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।
ভিনদেশে দেশিয় আমেজে এমন নৌভ্রমণের আয়োজনে খুশি অতিথিরা।
এদিকে পর্যটকদের আকর্ষণ বাড়াতে দুবাইয়ের কিছু কৃত্রিম হ্রদে ভেসে বেড়ানো আর আলো ঝলমলে শহরের সৌন্দর্য উপভোগের সুযোগ এনে দিয়েছে কিছু বাণিজ্যিক প্রমোদতরি। একা কিংবা সম্মিলিতভাবে আনন্দ ভাগাভাগির সময় পাওয়া যায় দুই ঘণ্টা। শীতের আমেজ শুরু হতেই এসব প্রমোদতরীতে চলে সম্মিলিত ভ্রমণ-আড্ডার বুকিং। যেখানে বাংলাদেশিরা খুঁজে বেড়ান দেশিয় লঞ্চ ভ্রমণের আনন্দ।