প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্যদের বৈঠক

.
দেশে এখন
0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা সংসদে স্বতন্ত্র হয়েই থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৮ জানুয়ারি) রাতে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এমনটিই জানান। এর আগে সংসদ নেতার সঙ্গে ৬২ জন সদস্য বৈঠক করেন। প্রধানমন্ত্রী বলেন, সব এলাকায় সমান উন্নয়ন হবে।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ‘স্বতন্ত্র সংসদ সদস্যরা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন।’

এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় দ্বন্দ্ব-সংঘাত মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আর ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বলেও ওবায়দুল কাদের জানান।