রবিবার (২৮ জানুয়ারি) সকালে সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা'র সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, কিছু বিদেশি রাষ্ট্র নির্বাচন ভন্ডুল করতে চেয়েছিলো তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণ নেই। ভারতীয় রাষ্ট্রদূতের সাথে পরবর্তী বাংলাদেশের পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। কোন কোন ক্ষেত্রে ভারত আমাদের সহায়তা করতে পারে। সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
এসময় বিরোধী দল প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বতন্ত্ররা তো স্বতন্ত্র, তারা বিরোধী দল হয় কীভাবে! বিরোধী দল বলতে জাতীয় পার্টির নামই আসে।
ওবায়দুল কাদের জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপি'র সমালোচনা করে তিনি বলেন, তাদের কোন ইচ্ছে পূরন হয়নি। বিএনপি সহিংসতা করলে আওয়ামী লীগ কোন ছাড় দিবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এসময় প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের বলেন, 'সড়ক ও সেতুমন্ত্রীর সাথে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।'