খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই ভারতের রক্ষণে আক্রমণ শানায় বাংলাদেশ। যদিও গোল আদায় করতে পারেননি মুজিব-উর রহমান জনি। নয় মিনিটে ইমনের নেয়া হেড ভারতের পোস্টে লেগে বের হয়ে যায়।
তবে সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট হয় ম্যাচের ২০ মিনিটে। ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন হৃদয়। পরের মিনিটেই আবারও গোলের সুযোগ মিস করেন জনি।
২১ মিনিটে ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক তপু বর্মন। এই ডিফেন্ডার মাঠ ছাড়ার পরই বেশ কয়েকটি আক্রমণ শানায় ভারতীয়রা। তবে প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি কোনো দলই।
দ্বিতীয়ার্ধে আক্রমণে শীর্ষে ছিল ভারতীয়রাই। তবে মিতুল মারমা, রহমত মিয়াদের দক্ষতায় গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তেও গোলের সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ড রাকিব।
ফলে ড্র মেনেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।