দেশে এখন
0

রাজধানীতে জমে উঠেছে প্লাস্টিক পণ্য মেলা

প্লাস্টিক পণ্য তৈরির নতুন যন্ত্রাংশে আগ্রহ বেশি ব্যবসায়ীদের। কাল শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীতে প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং মেলার সমাপনী।

ইনজেকশন মোল্ডিং মেশিন দিয়ে তৈরি করা যায় প্লাস্টিকের নানা ধরণের পণ্য। পণ্য তৈরির পাশাপাশি এই মেশিন প্লাস্টিক রিসাইকেলও করতে পারে। প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম কারণ, তবে এই মেশিনের ব্যবহার পরিবেশকে রাখবে দূষণমুক্ত।

এছাড়াও আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় এমন অসংখ্য মেশিন রয়েছে যা দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে প্রিন্টিং ও প্যাকেজিসহ প্লাস্টিকের বিভিন্ন পণ্য খুব সহজেই বানানো যাবে।

চারদিনের এই মেলায় অংশ নিয়েছে প্লাস্টিক খাতের যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদন ও সরবরাহকারীসহ বিভিন্ন দেশের ৬৫৪টি প্রতিষ্ঠান।

প্লাস্টিক পণ্যে পরিবেশ দূষণ কমাতে প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান আয়োজকদের।

বিপিজিমিইএ'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম ইকবাল হোসেন বলেন, 'এখান থেকে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি পেতে পারি। প্লাস্টিকের ব্যবহার আমরা কিছুটা কমাতে পারব। আগে যেখানে মোটা প্লাস্টিক ব্যবহার হত সেখানে পাতলা প্লাস্টিক ব্যবহার করতে পারব। আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে কোনো দূষণ নেই।'

প্লাস্টিক খাতে বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি বেড়েছে। বর্তমানে রপ্তানিতে এ খাত ১২তম। অনেকের পক্ষেই বিদেশ গিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ও পণ্য দেখার সুযোগ হয় না। সেক্ষেত্রে এই মেলা থেকে ব্যবসায়ীরা প্লাস্টিক খাতের প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারবেন বলেও মনে করছেন আয়োজকরা।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর