ধর্ম
দেশে এখন
0

বড়দিনে অভিজাত হোটেলে বিশেষ আয়োজন

খিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আয়োজনের প্রস্তুতি কিছুদিন আগে থেকে শুরু হলেও আধ্যাত্মিক প্রস্তুতি শুরু হয়ে গেছে মাসখানেক আগেই। প্রতি বছরের মতো এবারও রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা।

তেজগাঁও গির্জার প্রধান যাজক সুব্রত বনিফাস গমেজ বলেন, 'এই বছরের বৈশ্বিক অবস্থা নিয়ে আমাদের বিশেষ প্রার্থনা থাকবে। শান্তিরাজ যিশু যেন পৃথিবীতে শান্তি নিয়ে আসেন।'

বড়দিন কেন্দ্র করে রাজধানীর তারকা হোটেলগুলোও ইতিমধ্যে সেজে উঠেছে আলোসজ্জায়। ক্রিসমাস ট্রি এখানকার বিশেষ আকর্ষণ। সাজানো হয়েছে নানারকম ঘর। পাশেই চলছে পিঠা বানানোর প্রস্তুতি। বিভিন্ন ধরনের পিঠার পাশাপাশি রয়েছে ক্রিসমাস কেক ও বিস্কুট।

প্রতিবছর গুলশান-বনানীর মানুষগুলোই বেশি ভিড় করে পাঁচ তারকা হোটেলগুলোতে। তাই এবার নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

'আমারি ঢাকা'র জনসংযোগ কর্মকর্তা শেহরীনা ওয়াহিদ বলেন, 'এবার আমরা ভিন্নভাবে সাজিয়েছি। বাচ্চাদের জন্য আর্কষণীয় অনেক খেলনার ব্যবস্থা থাকবে। ওদের জন্য মজার মজার খাবারও থাকবে।'

দ্য ওয়েস্টিন ঢাকার জনসংযোগ কর্মকর্তা তুলি কমলিকা বলেন, 'একটা কিনলে একটা ফ্রি, এই অফার তো বছর জুড়েই থাকে। এবার একটার সাথে দুটো ফ্রি থাকছে। সেইসাথে আরও কিছু ব্যাংক কার্ড যুক্ত করেছি।'

এক একটি ক্রিসমাস ট্রি এক ফিট থেকে শুরু করে নয় ফিট পর্যন্ত। বাজারে থেকে ক্রেতাকে কিনতে গুণতে হবে ১০০ থেকে ৭, ৫০০ টাকা পর্যন্ত। এছাড়াও ক্রিসমাস ট্রি সাজাতে যেসব উপকরণ আছে সেগুলো কিনতে খরচ পড়বে ৬০ থেকে ১,৭০০ টাকা পর্যন্ত।

 বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে ০.৩ শতাংশ। এখন শুধু খ্রিস্টানরাই নন, বড়দিনের উৎসবে সামিল হন অন্যান্য ধর্মাবলম্বীরাও।

 তারা বলেন, 'আমরা উৎসবে সামিল হই খাওয়া-দাওয়া করি। এখানে এসেছি বন্ধুদের জন্য উপহার কেনার জন্য।'

২৫শে ডিসেম্বর খিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। নানা আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করে থাকেন নানা বয়সীরা।

এদিন মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে আগমন ঘটেছিল যিশু খ্রিস্টের। ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেম শহরে তিনি জন্মেছিলেন এক গোয়ালঘরে। আর তার জন্মদিনকে কেন্দ্র করে সাজানো হচ্ছে এমনই এক গোয়ালঘর। শুধু গোয়ালঘরই নয় যিশুর জন্মদিনকে বিশেষ করে তুলতে রঙিন সব কাগজ আর বিভিন্ন আলোকসজ্জায় ঢেকেছে রাজধানীর গির্জাগুলো।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর