বাজার
দেশে এখন
0

রমজানে বাজার সহনীয় রাখতে আগেভাগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান

শাহনুর শাকিব

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র বৈঠকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। সাথে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রস্তাব দিয়েছে সংস্থাগুলো।

আসছে মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আর রমজান এলেই নিত্যপণ্যের লাগামছাড়া দাম স্বাভাবিক ঘটনা। সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভোগান্তি পোহাতে হয় ভোক্তাদেরই।

প্রতিবারের মতো এবারও রমজান মাসে পণ্যের দাম ও সরবরাহ ঠিক রাখতে সংশ্লিস্ট সব পক্ষগুলোকে নিয়ে সোমবার (১৮ ডিসেম্বর) আলোচনা সভার আয়োজন করে এফবিসিসিআই।

আলোচনায় বলা হয়, সংখ্যায় নগন্য হলেও অসাধু ব্যবসায়ীদের কাছে অসহায় বাজার ব্যবস্থা। নজরদারি জোরদার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।

আসন্ন রমজানে কাঁচামাল, পেঁয়াজ, তেল, ছোলা, খেজুরসহ যেসব পণ্যের চাহিদা বেড়ে যায় সেগুলোতে শুল্ক ছাড়সহ অন্যান্য সুবিধা দেয়ার দাবি জানান এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম বলেন, 'ব্যবসায়ীদের যে বদনাম তা ১ শতাংশ এরও কম। কৃত্তিম সংকট তৈরি করতে চায় এই এক শতাংশ ব্যবসায়ীরা।'

ভোগ্যপণ্যের বাজার ও দাম ঠিক রাখতে রমজানের আগেই আলাদা সংস্থা তৈরির দাবি ব্যবসায়ীদের।

রমজানে নিত্যপণ্যের বাড়তি চাহিদা মেটাতে আমদানিকারকদেরকে সরবারহ ঠিক রাখার নির্দেশ দেয় ভোক্তা অধিদপ্তর। কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয় সংস্থাটি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জব্বার মন্ডর বলেন, 'ভোক্তাদের দিকে তাকিয়ে সকল পণ্যের সরবরাহ স্বাভাবিক ও অন্যান্য মাসের তুলনায় যেন বেশি করা হয়। যারা অসততা অবলম্বন করবে ভোক্তা অধিদপ্তর এফবিসিসিআই'কে সাথে নিয়ে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।'

এসময় বাজার নিয়ন্ত্রণে রাখতে সঠিক পরিসংখ্যান, ডলারের দাম ঠিক রাখা, ভ্যাট কমানো ও নজরদারি জোরদার করার প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।

এসএস