বাজার
0

রমজানে চাল-তেল-চিনি-খেজুরের শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন রমজানে ৪ টি পণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল নিত্যপণ্যের বাজার। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিত্যপণ্য এবং রমজানকে কেন্দ্র করে যাতে দাম বৃদ্ধি না পায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন তার বক্তব্যে বিষয়টি তুলে ধরেন। জানান, রমজানকে কেন্দ্র করে পণ্য সরবরাহে যাতে কোন ঘাটতি না হয় এবং সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে পণ্য পায় সেজন্য ভোজ্য তেল, চিনি, খেজুর ও চালের শুল্কহার কমাতে এনবিআরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলমান বাজার অভিযানে সন্তুষ্ট হয়ে এই কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও পণ্য আমদানি কীভাবে আরও সহজ করা যায় সে বিষয়টির দিকেও নজর দিতে বলেছেন।

পুরনো যে বিলগুলো আগের সংসদে পাস হয়নি তা মন্ত্রিসভার অনুমতি নিয়ে নতুন সংসদে পাস করতে হবে বলেও জানানো হয় বৈঠকে। এছাড়া দ্রুত বিচার আইন ২০২৪ ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন ২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।

এর আগে জানুয়ারির শুরুতে ৪ পণ্যের শুল্ক কমাতে এনবিআরকে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২৫ জানুয়ারি শুল্ক কমানোর আভাস দেন এনবিআর চেয়ারম্যান।

এসএসএস