প্রতি কেজি অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম ১৫০ থেকে ১৬৫ টাকা এবং জাইদি খেজুর ১৭০ থকে ১৮০ টাকায় বিক্রি করতে হবে খুচরা বিক্রেতাদের।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: ফুয়ারা খাতুনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, দেশে আমদানি করা বিভিন্ন মানের খেজুরের আমদানিমূল্য, আরোপিত শুল্ক ও কর এবং আমদানিকারকের খরচ বিশ্লেষণ করে এই দাম নির্ধারণ করেছে মন্ত্রণালয়।
উপরে উল্লেখিত দামে খেজুর বিক্রি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যও নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।