শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর সমাধি জিয়ারত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ।
এছাড়াও অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডুসহ বিটিআরসি’র উর্ধ্বতন কর্মকর্তারা।
কবর জিয়ারত করে বিটিআরসি চেয়ারম্যান বঙ্গবন্ধুর পবিত্র সমাধির সামনে দাড়িঁয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরবর্তীতে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।
প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ ২০১৯ সালের ৩০ মে বিটিআরসিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে যোগ দেন এবং ২০২২ সালের নভেম্বর থেকে কমিশনের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের ১৫ ডিসেম্বর বিটিআরসি’র চেয়াম্যান নিযুক্ত হন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরবর্তীতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।