রাজনীতি , দেশে এখন
এখন ভোট

মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে সোমবার (৪ ডিসেম্বর) পর্যন্ত।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার অফিসে দেখা যায় মনোনয়নপত্রে দেয়া সাধারণ তথ্য, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থন যাচাই-বাছাই, ব্যাংকের ঋণখেলাপি, ফৌজাদারি মামলা, তথ্য গোপনসহ প্রার্থীর বিভিন্ন বিষয়ে খোঁজ নিতে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে।

অভ্যন্তরীণ যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। এর আগে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরের ১৫টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৮৬ প্রার্থী।

এবার সারাদেশে ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭শ' ৪১ জন। সে হিসাবে প্রতি আসনে গড়ে ৯ জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এবারের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০টি দলের প্রার্থী।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর