রাজনীতি
দেশে এখন
0

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের রুদ্ধদ্বার বৈঠক

Shahinur Sarkar

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১০:৪০ মিনিটে এ বৈঠক শুরু হয়। চলে ১১:৪০ মিনিট পর্যন্ত। তবে বৈঠকে আলোচনার সারসংক্ষেপ গণমাধ্যমে জানায়নি কোনো পক্ষ।

তবে কূটনৈতিক পাড়ায় গুঞ্জন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম নিয়ে আলোচনা হতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে এক চিঠিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের 'প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম অন অ্যাডভান্সিং ওয়ার্কার এমপাওয়ারমেন্ট, রাইটস অ্যান্ড হাই লেবার স্ট্যান্ডার্ডস গ্লোবালি' এর রাজনৈতিক প্রেক্ষাপটে 'উদ্বিগ্ন হওয়ার' অনেক কারণ রয়েছে।

সম্প্রতি চালু হওয়া মার্কিন উদ্যোগের ওপর পর্যবেক্ষণের ভিত্তিতে দূতাবাসের দেয়া একটি চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র শ্রম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যেসব উদ্যোগের কথা বলছে এর পেছনে রাজনীতি রয়েছে। দেশটি রাজনৈতিক উদ্দেশ্যেই এর ব্যবহার করতে পারে। শ্রম অধিকারের লঙ্ঘন হয়েছে মনে করলে ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করার সুযোগ রয়েছে। এর প্রভাব বাংলাদেশের পোশাক খাতের ওপর পড়তে পারে। সংশ্লিষ্ট সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলা হয় চিঠিতে।

এসএসএস