আজ বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে এ রুটে পুনরায় শুরু হয় ট্রেন চলাচল।
সংশ্লিষ্টরা জানায়, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসে চাল বোঝাই মালবাহী ট্রেন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নাটোরের আব্দুলপুর জংশন স্টেশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছলে ২৯টি বগির মধ্যে হঠাৎ দুটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে একটি বগি উল্টে পড়ে যায় রেল লাইনের ওপর। এতে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সাথে ঢাকা ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল।
এরপর খবর পেয়ে দুপুর ২টার পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে আব্দুলপুর জংশনে এসে পৌঁছায়। শুরু হয় উদ্ধার কাজ। তবে কি কারণে বগি লাইনচ্যুত হয়েছে তা খতিয়ে দেখা হবে বলছে পশ্চিমাঞ্চল রেলওয়ের ডিআরএম শাহ সূফী নূর মোহাম্মদ।
ট্রেনের বগি উল্টে যাওয়ার ঘটনায় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বরেন্দ্র, রূপসা, চিলাহাটি, দ্রুতযান, বাংলাবন্ধা, রকেট মেইল ট্রেন।