কাল থেকে ঢাকা ব্লকেড পালনের হুঁশিয়ারি ইউআইইউ শিক্ষার্থীদের

ইউআইইউ শিক্ষার্থীরা
ইউআইইউ শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
0

শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার ব্লকেড ও অবস্থান কর্মসূচি পালন করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। পুলিশের সাথে দফায় দফায় হয় সংঘর্ষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি দেয়ার হয় আগামীকাল (রোববার, ২২ জুন) ঢাকা ব্লকেড পালনের হুঁশিয়ারি।

গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে করা হয় সাময়িক বহিষ্কার।

এই ঘটনার জেরে আজ (শনিবার, ২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি করেন নিঃস্বার্থভাবে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বহিষ্কারের সাথে জড়িত সকল ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার। তবে আন্দোলনে দীর্ঘ সময় রাস্তা অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পরে শিক্ষার্থীদের সাথে সমঝোতা করতে সেখানে আসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। সমঝোতা না হলে এক পর্যায়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। এতে আহত হয় বেশ কিছু শিক্ষার্থী।

এরপর বেলা ১২টায় অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়া হয়। দাবি আদায় না হলে প্রয়োজনে ঢাকা ব্লকের কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে এপ্রিলে এক শিক্ষার্থীকে মিট টার্ম পরীক্ষায় অংশ নিতে না দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বিরোধের সূচনা হয়।

এসএস