মন্ত্রীদের জন্য ফ্ল্যাট-সুইমিংপুল সংক্রান্ত সংবাদকে ‘ভিত্তিহীন-বিভ্রান্তিকর’ বলছে গণপূর্ত মন্ত্রণালয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
2

‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’— শিরোনামে একটি গণমাধ্যমে গত ২৫ জানুয়ারি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই অন্যান্য গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে প্রকাশিত ওই সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, ফ্ল্যাট সংক্রান্ত সংবাদটি অসত্য ও ভিত্তিহীন।

আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এ সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়টি দাবি করে প্রকাশিত এ প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য। ওই প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি বলেও জানানো হয়।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এরূপ একটি প্রস্তাবনা করা হলেও মন্ত্রণালয় থেকে প্রকল্পটি বিবেচিত হয়নি। এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

প্রতিবেদনটিকে ‘তথ্যবিকৃত’ উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন না করার জন্য অনুরোধও জানায় মন্ত্রণালয়টি।

এসএইচ