এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

এনটিআরসিএ
এনটিআরসিএ | ছবি: সংগৃহীত
0

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির (বিশেষ) ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ নিয়োগের আওতায় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্য পদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জানুয়ারি প্রকাশিত বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদনকারী নিবন্ধনধারী প্রার্থীদের মেধাক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীরা এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের নির্ধারিত লিংক থেকে ফল জানতে পারবেন।

নির্বাচিত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ তাদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার মাধ্যমে বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

এনটিআরসিএ জানিয়েছে, কারিগরি কোনো সমস্যার কারণে যদি কোনো নির্বাচিত প্রার্থী বা প্রতিষ্ঠান প্রধান মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) না পান, তবে তাদেরকে অবশ্যই ওয়েবসাইটের ‘৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ সেবা বক্স থেকে ফলাফল দেখে নেয়ার অনুরোধ করা হয়েছে।

এএম