আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গত ২৪ নভেম্বর ভোটার তালিকা প্রস্তুত শুরু করে ইসি। এজন্য এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। অবশ্য জরুরি সংশোধন সেবা চালু ছিল।
আরও পড়ুন:
উল্লেখ্য, এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন।





