যারা ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে, তারা রক্তের সঙ্গে বেইমানি করছে: উপদেষ্টা সাখাওয়াত

শ্রম ও পরিকল্পনা উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
শ্রম ও পরিকল্পনা উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
0

যারা ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে, তারা রক্তের সঙ্গে বেইমানি করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের ভবিষ্যৎ গড়তে ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে “হ্যাঁ” ভোট দেয়ার মালিক দেশের জনগণ। কোনো দল যদি “হ্যাঁ” ভোটের বিরুদ্ধে প্রচারণা করে থাকে, তাহলে বুঝতে হবে তারা রক্তের সঙ্গে বেইমানি করছে।’

আরও পড়ুন:

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানে অনেক মানুষের প্রাণ গেল। শিক্ষার্থীদের মেরে মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। এমন বর্বরতা কোনো দেশে হয়েছে কি না, আমার জানা নেই। আমরা চাই না, যারা ক্ষমতায় আসবে তাদের মাধ্যমে আবারও এ ঘটনাগুলোর পুনরাবৃত্তি হোক। যারা ক্ষমতার অপব্যবহার করতে চাইবেন, তারা “না” ভোটের পক্ষে থাকতে পারে।’

তিনি বলেন, ‘এ উত্তরবঙ্গে ভালো কলকারখানা হওয়ার কথা। আমরা আগামী সরকারের জন্য কিছু সুপারিশ করে যাবো, যেন সারা দেশে সুষম বণ্টন হয়। কোনো জেলা-উপজেলা যেন অবহেলিত না হয় এবং পিছিয়ে না থাকে।’

সভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন প্রমুখ।

এসএইচ