দুপুর থেকে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ; দুর্ভোগে পড়বেন যেসব এলাকার মানুষ

গ্যাসের চুলা
গ্যাসের চুলা | ছবি: সংগৃহীত
0

গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ (Emergency Gas Network Maintenance) কাজের জন্য আজ (বুধবার, ২১ জানুয়ারি) ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

একনজরে গ্যাস সরবরাহ বন্ধের খবর (Quick Update)

  • বন্ধের সময়: আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬), দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
  • মোট সময়: ৫ ঘণ্টা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন (Gas Connection Cut) থাকবে।
  • কারণ: পঞ্চবটি-মোক্তারপুর দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত (Emergency Gas Pipeline Repair)।
  • প্রভাবিত গ্রাহক: আবাসিক, বাণিজ্যিক ও শিল্প শ্রেণির সকল গ্রাহক (আবাসিক রান্নাঘর ও কলকারখানা)।

আরও পড়ুন:

গ্যাস সরবরাহ বন্ধের সময়সূচি (Gas Outage Schedule)

তিতাস গ্যাসের (Titas Gas) পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের (Road Expansion and Double Decker Road Project) আওতায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না (Affected Areas)

আদমজী ইপিজেড এলাকা ব্যতীত নিচের এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ (Gas Supply Off) থাকবে:

  • নারায়ণগঞ্জ শহর (Narayanganj City)
  • মুন্সিগঞ্জ শহর (Munshiganj City)
  • পঞ্চবটি (Panchabati)
  • মুক্তারপুর (Mukterpur)
  • সিদ্ধিরগঞ্জ (Siddhirganj)
  • মৌচাক ও দেলপাড়া (Mouchak & Delpara)
  • পাগলা ও ফতুল্লা (Pagla & Fatullah)
  • তৎসংলগ্ন এলাকা (Adjacent Areas)

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ (Regret for Temporary Inconvenience) করেছে। কাজ শেষ হওয়ার সাথে সাথেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:

তিতাস গ্যাস জরুরি অভিযোগ কেন্দ্র (Emergency Complaint Numbers)

নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ অঞ্চলের জন্য তিতাস গ্যাসের বিশেষ হটলাইন ও যোগাযোগ নম্বর:

  • কেন্দ্রীয় হটলাইন: ১৬৪৯৬ (যেকোনো মোবাইল থেকে ২৪ ঘণ্টা খোলা থাকে)
  • নারায়ণগঞ্জ অফিস: ০১৩১৩-০৯৫৬০০ (জরুরি কন্ট্রোল রুম)
  • ফতুল্লা/পঞ্চবটি অঞ্চল: ০১৩১৩-০৯৫৬০৩
  • মুন্সিগঞ্জ এরিয়া: ০১৩১৩-০৯৫৫৯৯

গ্রাহকদের জন্য বিশেষ পরামর্শ (Tips for Consumers)

যেহেতু আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, তাই আপনার সুবিধার জন্য নিচের পদক্ষেপগুলো নিতে পারেন:

১. আগাম রান্না: দুপুর ১টার আগেই দুপুরের এবং বিকেলের রান্নার কাজ শেষ করে রাখুন।

২. চুলার চাবি বন্ধ রাখা: গ্যাস চলে যাওয়ার পর নিরাপত্তার খাতিরে চুলার চাবি (Burner Switch) বন্ধ রাখুন। অনেক সময় সরবরাহ পুনরায় চালু হলে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে লিকেজের ঝুঁকি থাকে।

৩. বিকল্প ব্যবস্থা: খুব জরুরি হলে ইলেকট্রিক ইনডাকশন চুলা বা রাইস কুকার ব্যবহারের প্রস্তুতি রাখুন।

৪. সতর্কতা: সন্ধ্যা ৬টার পর যখন গ্যাস আসবে, তখন এক মিনিটের জন্য জানালা খুলে দিয়ে চুলা জ্বালাবেন যাতে পাইপলাইনে জমে থাকা বাতাস বের হয়ে যায়।

আরও পড়ুন:

গ্যাস সরবরাহ বন্ধের সময়সূচী ও এলাকা (২১ জানুয়ারি ২০২৬)

বিষয়বিস্তারিত তথ্য
বন্ধের তারিখ২১ জানুয়ারি ২০২৬, বুধবার
সময়কালদুপুর ১:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত (৫ ঘণ্টা)
বন্ধের কারণপঞ্চবটি-মোক্তারপুর সড়ক প্রকল্পের পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন
আক্রান্ত জেলাসমূহনারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ
গ্যাস থাকবে না যেসব এলাকায়নারায়ণগঞ্জ শহর, মুন্সিগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লা।
ব্যতিক্রমআদমজী ইপিজেড (Adamjee EPZ) এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।


এসআর