জাতীয় সংসদ নির্বাচন: নারায়ণগঞ্জে বৈধ আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় আগ্নেয়াস্ত্র সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখা থেকে জারি করা আদেশের বলে নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির এ নির্দেশনা জারি করেন।

আদেশ অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সকল লাইসেন্সধারীকে তাদের স্থগিতকৃত বা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজ নিজ স্থায়ী বা বর্তমান ঠিকানার নিকটস্থ থানায় অথবা বৈধ ডিলারের কাছে জমা দিতে হবে। লাইসেন্সধারী ব্যক্তি নিজে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে এসব অস্ত্র জমা দিতে পারবেন।

তবে এ আদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একইভাবে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থাপনায় নিয়োজিত নিরাপত্তা প্রহরীরাও এ নির্দেশনার আওতামুক্ত থাকবেন।

আরও পড়ুন:

এছাড়া, ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’-এর আওতায় নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাদের সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।

তবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। জারি করা আদেশ অমান্য করলে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এএইচ