হজযাত্রীদের জন্য সারা দেশে ৮০টি টিকা কেন্দ্র নির্ধারিত: ধর্ম মন্ত্রণালয়

হজ টিকাদান
হজ টিকাদান | ছবি: এখন টিভি
0

২০২৬ সালের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সারা দেশের মোট ৮০টি কেন্দ্রে (80 Vaccination Centers) মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে পারবেন নিবন্ধিত হজযাত্রীরা। রবিবার (১৮ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চূড়ান্ত তালিকা ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

একনজরে হজ ২০২৬ টিকাদান কর্মসূচি

তথ্যের ধরণ (Category)বিস্তারিত বিবরণ (Details)
মোট টিকা কেন্দ্র৮০টি (সারা দেশে)
আবশ্যকীয় টিকামেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা (Meningitis & Influenza)
স্বাস্থ্য পরীক্ষার শেষ তারিখ২৫ জানুয়ারি, ২০২৬
প্রয়োজনীয় নথিই-হেলথ প্রোফাইল (E-Health Profile)
সহায়তা নম্বরহজ কল সেন্টার ১৬১৩৬

আরও পড়ুন:

টিকা নিতে যা যা প্রয়োজন (Requirements for Vaccination)

সৌদি সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী, হজ যাত্রার আগে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা (Meningitis & Influenza Vaccine) নিতে হবে। তবে টিকা নেওয়ার আগে হজযাত্রীদের কিছু শর্ত পূরণ করতে হবে:

স্বাস্থ্য পরীক্ষা (Health Check-up): আগামী ২৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।

ই-হেলথ প্রোফাইল (E-Health Profile): স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে টিকা কেন্দ্রে সাথে নিতে হবে।

এসএমএস বার্তা (SMS Notification): টিকা দেওয়ার নির্দিষ্ট তারিখ ও সময় প্রতিটি হজযাত্রীর ব্যক্তিগত মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:

ঢাকার প্রধান টিকাদান কেন্দ্রসমূহ (Vaccination Centers in Dhaka)

ঢাকা মহানগরীর হজযাত্রীরা সিভিল সার্জন অফিস ছাড়াও নিচের হাসপাতালগুলোতে টিকা নিতে পারবেন:

  • ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল ও মিটফোর্ড হাসপাতাল।
  • শহীদ সোহরাওয়ার্দী ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
  • মুগদা মেডিক্যাল, সরকারি কর্মচারী হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH)।
  • কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও সচিবালয় ক্লিনিক।

ঢাকার বাইরের উল্লেখযোগ্য কেন্দ্র (Centers Outside Dhaka)

ঢাকার বাইরে প্রতিটি জেলার সিভিল সার্জন অফিস (Civil Surgeon Office) ছাড়াও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল, চট্টগ্রাম, সিলেট এম এ জি ওসমানী এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:

ঢাকার বাইরের প্রধান হজ টিকাদান কেন্দ্রসমূহ

জেলা/অঞ্চলহাসপাতালের নাম (Hospital Name)
টঙ্গীশহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল
গাজীপুরশহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল
চট্টগ্রামচট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (CMCH)
সিলেটসিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল
খুলনাখুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল
বগুড়া২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল
দিনাজপুর২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল
অন্যান্য জেলাসংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস (Civil Surgeon Office)

হজযাত্রীদের জন্য সারা দেশে ৮০টি টিকা কেন্দ্র নির্ধারণ পিডিএফ(PDF) দেখতে ক্লিক করুন।

আরও পড়ুন:

এসআর