রাষ্ট্র সংস্কারে গণভোট প্রয়োজন, ‘হ্যাঁ’ ভোট ছাড়া ক্ষমতার ভারসাম্য আসবে না: রিজওয়ানা

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: সংগৃহীত
0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রের সংস্কার চাইলে আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটে যেতে হবে এবং ‘হ্যাঁ’ ভোট না দিলে সমাজে ক্ষমতার ভারসাম্য আসবে না। আজ (রোববার, ১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, আয়নাঘরের পুনরাবৃত্তি না চাইলে গণভোটে অংশ নিতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা জনগণকে গণভোটের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন:

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কাজের জন্য ৮টি ক্যাটেগরিতে ১০ জনকে পুরস্কৃত করা হয়। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএম