ঢাকায় পরীক্ষামূলকভাবে বুয়েট স্বীকৃত অটোরিকশা চলাচল শুরু

ইঞ্জিনিয়ারিং কোম্পানির হাইটেক নির্মিত অটোরিকশা
ইঞ্জিনিয়ারিং কোম্পানির হাইটেক নির্মিত অটোরিকশা | ছবি:সংগৃহীত
1

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্বীকৃত অটোরিকশার পাইলট প্রকল্পের উদ্বোধন করেছে দুই সিটি করপোরেশন। আজ (শনিবার, ৩ জানুয়ারি) রাজধানীর আফতাবনগর ও জিগাতলায় তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার পরীক্ষামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে আকিজ, হাইটেক পাওয়ার ও মনির অটোরিকশা ইঞ্জিনিয়ারিং কোম্পানির ৩টি অটোরিকশার মডেল প্রদর্শিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পাইলটিং প্রকল্প হিসেবে বিভিন্ন জোনে চলাচলের অনুমতি দেয়া হবে এসব রিকশার আর ১ বছরের সময় বেঁধে দিয়ে ধীরে ধীরে তুলে দেয়া হবে টেসলা খ্যাত অবৈধ অটোরিকশা।

আরও পড়ুন:

পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে বিশেষ ভাবে আরও চালককে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে পরিবার ও জীবিকার চিন্তা করে ব্যাটারি চালিত রিকশা সরকার বন্ধ করতে না পারলেও। পিকেএসএফ অন বোর্ডের মাধ্যমে ভিন্ন কর্মসংস্থান করা হবে অটোরিকশা চালকদের।

এএম