পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয় মোটামুটি নিশ্চিত। আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।
এছাড়া আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে পারেন।
আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান বলেন, ‘আমাদের উপপ্রধানমন্ত্রী এখানে (ঢাকায়) এসে জানাজায় যোগ দেবেন—এ ব্যাপারে নিশ্চিত হয়েছি।’
তিনি আরও জানান, ইসহাক দার আগামীকাল সকালে ঢাকায় পৌঁছাবেন।
আরও পড়ুন:
ইসহাক দারের পাশাপাশি খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আইয়াজ সাদিক।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ তার এক্স হ্যান্ডলে লিখেছেন, আগামীকাল ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার।
এদিকে খালেদা জিয়ার প্রতি ভারত সরকার ও জনগণের পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি কাল ঢাকায় পৌঁছাবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বার্তায় জানানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানাজায় অংশ নিতে কাল ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ আগামীকাল খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন।
প্রসঙ্গত, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।





