আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন (Government Gazette Notification) জারি করেছে।
আরও পড়ুন:
ছুটিতে যা যা বন্ধ থাকবে (What will be Closed)
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী আদেশে ঘোষিত এই ছুটির কারণে আগামীকাল বুধবার দেশের নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে:
- সকল সরকারি ও আধা-সরকারি অফিস (Government and Semi-Government Offices)।
- স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান (Autonomous and Semi-autonomous Bodies)।
- সকল বেসরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান (Private Offices and Commercial Organizations)।
- সকল শিক্ষা প্রতিষ্ঠান (Educational Institutions)।
আরও পড়ুন:
যা যা ছুটির আওতার বাইরে থাকবে (Essential Services - Exceptions)
জরুরি জনস্বার্থ বিবেচনায় কিছু সেবা ও প্রতিষ্ঠান এই সাধারণ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। সেগুলো হলো:
১. জরুরি পরিষেবা (Emergency Services): বিদ্যুৎ (Electricity), পানি (Water), গ্যাস ও জ্বালানি (Gas and Fuel), ফায়ার সার্ভিস (Fire Service), এবং বন্দরগুলোর কার্যক্রম (Port Activities)।
২. যোগাযোগ ও পরিচ্ছন্নতা: টেলিফোন ও ইন্টারনেট (Telephone and Internet), ডাকসেবা (Postal Services), পরিচ্ছন্নতা কার্যক্রম ও সংশ্লিষ্ট যানবাহন।
৩. চিকিৎসাসেবা (Healthcare Services): সকল হাসপাতাল (Hospitals), জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন।
৪. জরুরি অফিস: যেসব অফিসের কাজ সরাসরি জরুরি পরিষেবার সঙ্গে সম্পৃক্ত।
আরও পড়ুন:
ব্যাংক ও আদালত সংক্রান্ত নির্দেশনা
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে:
ব্যাংকিং কার্যক্রম (Banking Activities): সব তফসিলি ব্যাংক বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আদালত (Court Proceedings): দেশের উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।
আরও পড়ুন:





