আগামীকাল সাধারণ ছুটি, যা যা বন্ধ থাকবে এবং যা ছুটির আওতার বাইরে থাকবে

জনপ্রশাসন মন্ত্রণালয় |
জনপ্রশাসন মন্ত্রণালয় | | ছবি: এখন টিভি
2

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি (Public Holiday) ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তার সম্মানে তিন দিনের রাষ্ট্রীয় শোক (National Mourning) পালন করা হবে।

আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন (Government Gazette Notification) জারি করেছে।

আরও পড়ুন:

ছুটিতে যা যা বন্ধ থাকবে (What will be Closed)

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী আদেশে ঘোষিত এই ছুটির কারণে আগামীকাল বুধবার দেশের নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে:

  • সকল সরকারি ও আধা-সরকারি অফিস (Government and Semi-Government Offices)।
  • স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান (Autonomous and Semi-autonomous Bodies)।
  • সকল বেসরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান (Private Offices and Commercial Organizations)।
  • সকল শিক্ষা প্রতিষ্ঠান (Educational Institutions)।

আরও পড়ুন:

যা যা ছুটির আওতার বাইরে থাকবে (Essential Services - Exceptions)

জরুরি জনস্বার্থ বিবেচনায় কিছু সেবা ও প্রতিষ্ঠান এই সাধারণ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। সেগুলো হলো:

১. জরুরি পরিষেবা (Emergency Services): বিদ্যুৎ (Electricity), পানি (Water), গ্যাস ও জ্বালানি (Gas and Fuel), ফায়ার সার্ভিস (Fire Service), এবং বন্দরগুলোর কার্যক্রম (Port Activities)।

২. যোগাযোগ ও পরিচ্ছন্নতা: টেলিফোন ও ইন্টারনেট (Telephone and Internet), ডাকসেবা (Postal Services), পরিচ্ছন্নতা কার্যক্রম ও সংশ্লিষ্ট যানবাহন।

৩. চিকিৎসাসেবা (Healthcare Services): সকল হাসপাতাল (Hospitals), জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন।

৪. জরুরি অফিস: যেসব অফিসের কাজ সরাসরি জরুরি পরিষেবার সঙ্গে সম্পৃক্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয় |ছবি: এখন টিভি

আরও পড়ুন:

ব্যাংক ও আদালত সংক্রান্ত নির্দেশনা

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে:

ব্যাংকিং কার্যক্রম (Banking Activities): সব তফসিলি ব্যাংক বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আদালত (Court Proceedings): দেশের উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।

আরও পড়ুন:

এসআর