খালেদা জিয়ার মৃত্যু: এক দিনের ছুটি ঘোষণায় বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক | ছবি: সংগৃহীত
1

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে কার সব তফসিলি ব্যাংক বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের চিঠি |ছবি: এখন টিভি

চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বরের স্মারকের (স্মারক নং:০৫,০০,০০০০.০০০.১৫.০৮.০২০.২৫-৩০) মাধ্যমে সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) নির্বাহী আদেশে ১ দিনের সরকারি ছুটি ঘোষণা করায় বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

চিঠিতে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে। বার্ষিক/অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী ২০২৫ এর সঙ্গে সংশ্লিষ্ট শাখা/বিভাগ ব্যাংক স্বীয় বিবেচনায় খোলা রাখবে।

আরও পড়ুন:

এএইচ