আ.লীগের ষড়যন্ত্র থেমে নেই, সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম | ছবি: এখন টিভি
0

আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংখ্যালঘুদের নিয়ে নানা মহলে বিভ্রান্তি ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘সাংবাদিকতায় এআই-এর ব্যবহার: সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং ডিজিটাল সিকিউরিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গেমপ্লিফাই এ কর্মশালার আয়োজন করে।

আরও পড়ুন:

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। সংখ্যালঘুদের নিয়ে নানা মহলে বিভ্রান্তি ছড়িয়ে দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ফটোকার্ডের মাধ্যমে ষড়যন্ত্র চলমান, যা আতঙ্ক সৃষ্টি করছে।’

অনলাইন বা অন্য মাধ্যমে এখন এআই জেনারেটর ব্যবহার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এআই জেনারেটর দরকার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাও জরুরি, ভালো সাংবাদিকতার জন্য পড়াশোনা প্রয়োজন।’

এসএইচ