একনজরে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘বি’ ইউনিট ফলাফল ২০২৫
- ইউনিটের নাম: সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট (Social Science Faculty - B Unit)।
- মোট আসন সংখ্যা: ৩২৬টি (Total Seats: 326)।
- মোট আবেদনকারী: ২০,৫৮৩ জন।
- পরীক্ষায় অংশগ্রহণ: ১৭,৭৩৪ জন (উপস্থিতির হার ৮৬.১৬%)।
- মোট পাস করেছেন: ২,৪৪৭ জন।
- পাসের হার: ১৩.৮০ শতাংশ (Passing Rate: 13.80%)।
- ওএমআর (OMR) বাতিল: ৫৮ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে।
- ফলাফল দেখার ওয়েবসাইট: ju-admission.org/result
আরও পড়ুন:
ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান (JU Admission Result Statistics)
সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামছুল আলম সেলিম ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির তথ্যমতে:
বিষয় তথ্য মোট আবেদনকারী ২০,৫৮৩ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৭,৭৩৪ জন উপস্থিতির হার ৮৬.১৬ শতাংশ মোট পাস করেছেন ২,৪৪৭ জন পাসের হার ১৩.৮০ শতাংশ
আরও পড়ুন:
আসন সংখ্যা ও মেরিট লিস্ট (JU B Unit Seats and Merit List)
অধ্যাপক শামছুল আলম জানান, ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩২৬টি (Total Seats 326)। সাধারণত আসন সংখ্যার ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশ করা হয়। কিন্তু এ বছর পাসের হার তুলনামূলক কম হওয়ায় সেটি সম্ভব হয়নি। অর্থাৎ, পাসের ন্যূনতম নম্বর না পাওয়ায় তালিকা ছোট হয়েছে।
ওএমআর শিট বাতিল (OMR Sheet Cancellation)
ভর্তি পরীক্ষায় অসতর্কতার কারণে অনেকের স্বপ্নভঙ্গ হয়েছে। উত্তরপত্রের প্রয়োজনীয় তথ্য বা ওএমআর শিট (OMR Sheet) সঠিকভাবে পূরণ না করায় মোট ৫৮ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার ৩টি শিফটে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন:
অনলাইনে ফলাফল দেখার পদ্ধতি (How to Check Online)
আপনি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার রেজাল্ট ও মেধা তালিকা (Merit List) দেখে নিতে পারেন:
- ১. প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ju-admission.org-এ প্রবেশ করুন।
- ২. হোমপেজে থাকা 'ফলাফল' (Result) ট্যাবে ক্লিক করুন।
- ৩. সেখান থেকে 'বি ইউনিট' (B Unit) সিলেক্ট করুন।
- ৪. আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর (Roll Number) প্রদান করে সার্চ বাটনে ক্লিক করুন।
- ৫. স্ক্রিনে আপনার প্রাপ্ত নম্বর, পাসের অবস্থা এবং মেধাক্রম (Merit Position) দেখতে পাবেন।
বিশ্ববিদ্যালয় সাধারণত আলাদাভাবে ছাত্র এবং ছাত্রীদের মেধা তালিকা পিডিএফ আকারে প্রকাশ করে। ওয়েবসাইটের 'নোটিশ' বা 'রেজাল্ট' সেকশন থেকে 'B Unit Merit List (Male/Female)' লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন। এরপর পিডিএফ ফাইলের ভেতরে আপনার রোল নম্বরটি সার্চ (Ctrl+F) করে আপনার অবস্থান নিশ্চিত করুন।
আরও পড়ুন:




