নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে আইজিপি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করা হবে এবং কঠোর পদক্ষেপ নেয়া হবে। কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অব্যাহত সমর্থন চাই।’
আরও পড়ুন:
এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, ‘মানুষের আস্থা ফিরিয়ে আনতে পর্যাপ্ত মিলিটারি ফোর্স মজুত রাখতে হবে। গুজবের বিষয়ে সচেতন থাকা, অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া, উপযুক্ত নিরাপত্তা পেলে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে মাঠ প্রশাসন।’





